৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৭, ২০২০
244
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

মেহেরপুর প্রতিনিধি \ নোয়াখালির নারী নির্যাতনের ঘটনা সহ সকল ধর্ষণ নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন সহ-সভাপতি শাহজাহান আলী, দুলাল মাহমুদ, শোভন সরকার, যুগ্ম সম্পাদক খন্দকার জেহানি, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ, ছাত্রলীগ নেতা অমি পারভীন, অপূর্ব কুমার সাহা, এজাজ আহমেদসহ জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।

পরে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময ছাত্রলীগের নেতাকর্মীরা মোমবাতি হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে ¯েøাগান দেয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram