ডাউকী ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থি নাজমুল হুসাইনের গণসংযোগ অব্যাহত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৭, ২০২০
190
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
গণসংযোগ অব্যাহত রেখেছেন আলমডাঙ্গার ডাউকী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থি নাজমুল হুসাইন। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষে তরুণ এ যুবক প্রথমবারের মত নির্বাচনের মাঠে নেমে ব্যাপক সাড়া ফেলেছেন। তার নিজ গ্রামের সর্বস্থরের মানুষ তার নির্বাচনে কাজ করছে।
গতকাল তিনি ডাউকী, বাদেমাজু, বিনোদপুর, পোয়ামারী, বক্সীপুর, অভয়নগর, ছত্রপাড়া ও হাউসপুরে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি উপস্থিত হয়ে নিজের প্রতীক আনারসে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল গফুর, খরিব উদ্দিন , সাজেদুর রহমান রকি, রোমিও, হাসিবুল, আব্দুল লতিফ, হিল্লাল, আব্দুল, বাবলু, আবুল কাসেম, পলাশ, আব্দুল হাকিম মুন্সি, সায়েম, ডা. মেহেরাজসহ গ্রামের অর্ধশত মুরব্বি।