মেহেরপুরে রাগিং ও ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি। বুয়েট ছাত্র আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রাগিং ও ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর সাধারণ ছাত্ররা। বুধবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন এসএম প্লাবন বুয়েট শিক্ষার্থী। এ সময়ে দেশের বিভিন্ন এলাকাতে ধর্ষণকারীদের বিচার দাবিতে বক্তব্য দেন বুয়েটের ছাত্র মোস্তফা সাকিফ শাহরিয়ার, মেহেরপুর কলেজ অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ছাত্র আল-ইকরাম সোহাগ, মেহেরপুর সরকারি কলেজ এর ছাত্র আশিকুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাব্বিউল ইসলাম, অংকুর এর সভাপতি বাঁধন প্রমূখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কার্য দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে ।দেশের সকল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যাগিং এর নামে নিয়াতন বন্ধ করতে হবে । দেশের সকল ধষন এর দূততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে।
সমাজে ও আইনগত প্রক্রিয়ায় ধর্ষিতা নারীদের হেনস্তা ও অপমান বন্ধ করতে হবে।
আরও উপস্থিত ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম রচনা, নির্জনা, কানিজ সুলতানা, মাহি,বিথী, মাহবুবা, মিম, নাসিমুল জুনায়েদ, আসিফ ইকবাল শুভ, ওমর ফারুক বাপ্পি, সাব্বির আহমেদ মুন্না, অয়ন, আশিক, তানজীম, রেজওয়ান সিদ্দীক, রিয়াদ হাসান, শাওন আহমেদ সহ সাধারণ শিক্ষার্থীরা।