আলমডাঙ্গায় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি (spl)“র উদ্দোগে পাঠক বৈঠক
আলমডাঙ্গায় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি (spl)“র উদ্দোগে কোভিড-১৯“র কারণে ঘরোয়া পরিবেশে পাঠক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় পাঠক বৈঠক অনুষ্ঠিত হয়।
পাঠক বৈঠকে লাইব্রেরির সভাপতি মো. এনামুল হক পাঠকদের উদ্দেশ্যে বলেন, যে বই পড়ার মাধ্যমে ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং চিন্তার জগত প্রসারিত হবে।
এর ফলে একজন মানুষ নিজেই বুঝতে পারবে কোনটা ভালো এবং কোনটা খারাপ। এই জ্ঞানের বীজ যার মধ্যে প্রতিস্থাপন হবে সে খারাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক বলেন “ আমি নিজে বই পড়ি এবং আমার সন্তানকে সব সময় একাডেমিক বই এর পাশাপাশি বিভিন্ন ধরনের বই সংগ্রহ করে দিই।”
হেলাল উদ্দিন বলেন যে, “প্রত্যেকটি মানুষের শ্রেষ্ঠ হয়ে উঠার জন্য মূল ভূমিকা রাখে বই।”
এছাড়াও নিয়মিত বই পড়ার জন্য পাঠদের কে সভাপতি অভিনন্দন জানায় এবং অন্যদের বই পড়তে উৎসাহিত করেন।