আবারও বেপোরোয়া হয়ে উঠেছে টিনের চাল কেটে দোকানে চুরি করা চোর চক্র

আলমডাঙ্গা শহরের আবারও বেপোরোয়া হয়ে উঠেছে টিনের চাল কেটে দোকানে চুরি করা চোর চক্র। গত ৪দিনের ব্যবধানে আলমডাঙ্গা শহরে পুরাতন বাজার ও হাইরোডের মিস্টি ঘরে নগত টাকা, মোবাইল, সিসি ক্যামেরা, ডিভাইস, মনিটর, গুরুত্বপূর্ন কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
জানাগেছে, আলমডাঙ্গা শহরেরে গুরুত্ব পূর্ন মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগানো আছে। যা বর্তমানে শুধু শো পিস মাত্র। শহরের ৩২ টি ক্যামেরার মধ্যে মাত্র দুই তিনটি ক্যামেরায় দেখা যায়, বাকি গুলো নষ্ট। শহরের বেশ কিছু বাজারের দোকানদাররা পাহাদার রেখে দিয়েছে।
কিছু কিছু মোড়েরর দোকানদাররা পাহারা দার রাখে নি। যেসব মোড়ে পাহারাদার নেই সেই সব মোড়ের দোকানগুলোতে মাঝে মাঝেই টিনের চাল কেটে চুরি হয়। গত ৪ দিনের ব্যবধানে আলমডাঙ্গা শহেরের পুরাতন বাজারে ও হাইরোডে তিনচারটি দোকানে টিন কেটে চুরি হয়েছে।
গত ৪ অক্টোবর রাতে হাইরোডের বাবু হোটেল এন্ড রেস্টুরেন্টের মিষ্টি ঘরের টিন কেটে চোর দোকানে প্রবেশ করে। দোকানে সিসি ক্যামেরা লাগানো ছিল।
চোর দোকাদের ক্যাশের ড্রয়ার ভেঙ্গে নগত টাকা, মোবাইল, ট্যাব, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভাইস, মনিটর ও গুরুত্বপূর্ন কাগজপত্র চুরি করে নিয়ে গিয়েছে। এসময় পাশের মুদি দোকান সিদ্দিকের দোকানের টিন কেটে ভিতরে প্রবেশ করে। কিন্টু কিছু নিতে পারেনি।