ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদে করোনাভাইরাস সচেতনা, বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত আলোচনা সভা

হাটবোয়ালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের করোনাভাইরাস সচেতনা বাল্যবিবাহ নিরোধ ও ইউপি ট্যাক্স আদায় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ৫ অক্টোবর সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আহম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলুল হক জোয়ার্দ্দার। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ভাংবাড়িয়া ইউনিয়নের কাজি আবু মুসা।
ভাংবাড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান বাদলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা মারফত আলী, ইউপি সদস্য গিয়াসউদ্দিন, ইউপি সদস্য রিপন বিশ্বাস, ইউপি সদস্য জাফর আলী,ইউপি সদস্য সাজেদুল হক,ইউপি সদস্য ইসমাইল হক ইশা,ইউপি সদস্য মনোয়ার হোসেন মনা, মহিলা মেম্বার আমেনাখাতুন, নাজেরা খাতুন,মাজেদা খাতুন, রবিউল, শফি, আজিজুর, রহমান আলী, অলি হাজী, সাবেক মেম্বার আব্দুল হামিদ, মোমিন, রাজ্জাক মন্ডল, আক্কাস আলী, লিপন মিয়া, আনসার আলী, আজিজুল হক এবং প্রত্যেক ওয়ার্ড থেকে ইমাম ও কাজী উপস্থিত ছিলেন।