কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে মিলল যুবকের লাশ
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
অক্টোবর ৫, ২০২০
126
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে মিরাজুল (২৭) নামে এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউপির কোলদিয়াড় সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত মিরাজুল পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানায়, গত রবিবার সন্ধ্যায় মিরাজুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, ওই যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।