ডাউকী ইউপির চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউপির সাধারণ সদস্য পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের প্রতীক বরাদ্ধ

আলমডাঙ্গার ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। ৩ অক্টোবর বিকাল সাড়ে ৫ টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস ও স্টেনো রুহুল আমিনের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
অন্যদিকে, খাদিমপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থি মিরাজুল হককে তালা, শহিদুল ইসলামকে ফুটবল ও শিমুল ইসলামকে মোরগ প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এছাড়া আব্দুল আওয়াল জোয়ার্দ্দার তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থি তরিকুল ইসলামকে নৌকা, বিএনপি মনোনীত প্রার্থি ইউসুপ আলীকে ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থি নাজমুল হুসাইনকে আনারস, স্বতন্ত্র প্রার্থি আব্দুল কাদেরকে ঘোড়া ও স্বতন্ত্র প্রার্থি নিজাম উদ্দীনকে মোটর সাইকেল প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।