১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় একাধিক মামলার আসামীরা ইউপি নির্বাচনে প্রার্থী হতে মরিয়া

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
অক্টোবর ৩, ২০২০
118
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

কুষ্টিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন ইউনিয়নে হত্যা মামলার আসামীসহ অন্যান্য মামলার আসামীগণ তদবীর, গ্রুপিং, লবিং ও গণসংযোগ শুরু করেছেন।

অনেকে হাইকমান্ডের দিকে তাকিয়ে আছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে কুষ্টিয়া সদর উপজেলা, কুমারখালি, দৌলতপুর ও মিরপুরের একাধিক ইউনিয়নে প্রার্থী হওয়াসহ দলীয় মনোনয়ন লাভের চেষ্টা-তদবীর শুরু করছেন। তাদের এ ধরনের তদবীরে কালো টাকার ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে বলে ধারণা করছেন জনগণ।

যারা অবৈধভাবে অর্থ উপার্জনের মাধ্যমে সেই অর্থ তদবীরের কাজে ব্যবহার করবে বলে আশংকা করছে ভোটাররা। এদের অবৈধ অর্থ উপার্জন প্রধান হাতিয়ার স্থানীয় শালিস বাণিজ্য ও অবৈধ দখলসহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি। তাদের অনেকেই হত্যা মামলার আসামী। আবার কেউ কেউ এক বা একাধিক মামলার আসামী।

দলীয় পদ-পদবীকে পুজি করে জনগণকে জিম্মি করে অবৈধভাবে আয় করে সেই অর্থ নির্বাচন সংক্রান্ত কাজে ও এতদাসংক্রান্ত তদবীর কাজে ব্যবহার করবে ধারণা করছে সাধারণ ভোটাররা। এ ধরনের অপরাধের সাথে যুক্ত কেউ যাতে প্রার্থী হতে না পারে বা দলীয় মনোনয়ন নিতে না পারে এটাই দাবী করেছেন কুষ্টিয়া জেলার সাধারণ ভোটারদের অনেকেই।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram