ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে গাংনী স্টুডেন্ট ইউনিয়ন

গাংনী প্রতিনিধিঃ সারা দেশে বেড়ে চলেছে ধর্ষন,নারী নির্যাতন। তাদের কালো থাবা থেকে রক্ষা পাচ্ছেনা ছোট কিংবা বড় কোন ধরনের নারী। এরই ধারাবাহিকতায় ধর্ষণ, নারী নির্যাতন ও ধর্ষণের জন্য গড়ে ওঠা পরিবেশ নিয়ন্ত্রণের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে গাংনী স্টুডেন্ট ইউনিয়ন।
শনিবার(০৩-১০-২০২০ ইং) সকাল ১১ টায় গাংনী বাজারে র্যালি পূর্বক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের কোন দল নেই। পরিবার,সমাজ ও রাষ্ট্র সবাই তাদের ঘৃণা করে। প্রতিটা মানুষের কাছে তারা ঘৃণার পাত্র।আমাদের সোনার বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে তাদের প্রতিহত করতে হবে। আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।যাতে আর কোথাও ধর্ষণের মতো এমন ভয়াবহ ঘটনা কেউ ঘটাতে সাহস না পাই।
মানববন্ধন ও র্যালিতে উপস্থিত ছিলেন, জুবায়ের সাকিব বাপ্পি, মামুন অর রশিদ বিজন, সামিউজ্জামান সামি, রোমান সাব্বির, মাহমুদা রহমান মিম, সাকিবুর রহমান, তানভীর আহমেদ সাজু, হিরোক খান সহ স্থানীয় স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা।