আলমডাঙ্গার মত উন্নয়ন বঞ্চিত পৌরসভার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন-মেয়র প্রার্থি ফারুক
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থি মতিয়ার রহমানের পক্ষে আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামবাসি কর্তৃক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জেনএন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাদাপানি উপেক্ষা করে অনুষ্ঠিত ওই নির্বাচনি মতবিনিময় সভায় অবসর প্রাপ্ত শিক্ষক শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা ও বেলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব।
প্রধান বক্তা ছিলেন মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক।
এ সময় প্রধান বক্তা বলেন, আলমডাঙ্গার মত উন্নয়ন বঞ্চিত পৌরসভার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রত্যেক বার নির্বাচিত মেয়রদের শঠতা আর স্বার্থপরতার কারণে পৌরবাসির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ১ম শ্রেণির পৌরসভা হলেও আলমডাঙ্গা পৌরবাসির জীবনযাত্রার মান গ্রামের মানুষের চেয়েও অনেক খারাপ। এ পর্যন্ত পরিকল্পিতভাবে একটা উন্নয়নমূলক কাজও করা হয়নি। কেউই পৌরবাসির দুঃখ দুর্দশা দেখেনি। তাই এবারও যাতে মেয়র নির্বাচনের ক্ষেত্রে ভুল করে ভাগ্যবিড়িম্বিত না হতে হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ গার্মেন্টস ব্যবসায়ী জিন্না আলী, রাশিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহসভাপতি রিপন আলী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শাকা, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, শ্রম সম্পাদক সাগর।
সাংস্কৃতিক সম্পাদক আঃ লতিফের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইজিবাইক মালিক সমিতির সভাপতি মহাবুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের, ইকরামুল হক মিলন, লাল্টু মিয়া, জান মোহাম্মদ, আলমগীর হোসেন, ছাত্রলীগ ও যুবলীগের সেলিম মোল্লা, অভি, খন্দকার মোস্তাফিজুর রহমান মিলন, শুভ, সৈকত, সুরুজ, জীবন, আজিজুল, ইমাদসহ গ্রামের কয়েকশত নারী পুরুষ নির্বাচনী সভায় উপস্থিত হন।