ফরিদপুরের মাঠে দর্শক মাতালেন নাইজেরিয়ার খেলোয়াড় জুলু

আলমডাঙ্গার ফরিদপুরে অনুষ্ঠিত মরহুম রহমত আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০“র ফাইনাল খেলায় হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দি একাদশকে ৪-৩ গোলে হারিয়ে টুনার্মেন্ট জয় করেছে কুমারী চাষি ক্লাব একাদশ। গতকাল দুপুর ২টার সময় ফরিদপুর গ্রামের কারিগরপাড়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দর্শক মাতিয়েছেন নাইজেরিয়ান খেলোয়াড় জুলু। তিনি নারায়নকান্দি একাদশের হয়ে মনোমুগ্ধকর ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে দর্শক মাতিয়েছেন।
জানা যায়, মরহুম রহমত আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ –এ মোট ১৬টি দল অংশগ্রহণ করে। গত ২৮ আগস্ট টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। গতকাল ২ অক্টোবর ছিল এ টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় অংশ নেন নারায়নকান্দি একাদশ ও কুমারী চাষি ক্লাব একাদশ। খেলায় নির্ধারিত সময়ে কুমারী চাষি ক্লাব একাদশ ৪-৩ গোলে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট মনোনীত হয়েছেন কুমারী চাষি ক্লাব একাদশের আশিক।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুম রহমত আলী মাস্টারের ছেলে কুষ্টিয়া ন্যাশনাল ব্যাঙ্কের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জগলুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু, আল ইকরা ক্যাডেট অ্যাকাডেমির অধ্যক্ষ এনামুল হক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, ব্যাংকার আনসার আলী, আলিফ ফুড প্রোডাক্টসের মালিক আলহাজ্ব লিটন আলী ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রিকাত আলী মন্ডল।
আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার শামীমের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সোহেল রানা শাহিন, তরিকুল ইসলাম টুকুল, ইউনিয়ন যুবলীগের সম্পাদক আনোয়ার হোসেন, মনির উদ্দিন মন্ডল, মওলা বক্স, রাহেলা মেম্বার, ঠান্ডু মেম্বার, বাচ্চু মেম্বার, কৃষকলীগ নেতা মিহিদুল ইসলাম, রদর উদ্দিন বিশ^াস, জান্টু বিশ^াস, সোহরাব মন্ডলসহ গ্রামের ৩১জন মন্ডল মাতুব্বর ও কয়েকশত দর্শকবৃন্দ। টুনামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন সোহাগ আলী। চাষী ক্লাবের সভাপতি কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন।