জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলমডাঙ্গায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ এই শ্লোগান নিয়ে শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে জুম এ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে যোগ দেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, আলমডাঙ্গা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠু প.প. কর্মকর্তা হাসানুজ্জামান খান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, আইলহাস ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, মুদি ও মনোহরি সমিতির সাধারন সম্পাদক আলা উদ্দিন, গার্মেন্টস মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও শিল্পসহ সকল উৎপাদনশীল খাতে উৎপাদন বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের উপর গুরুত্বারোপ করা হয়।