আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সিহাবের কর্মীসমাবেশ ও আলোচনা সভা
লাভলু খান: আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সিহাবের কর্মীসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| , গতকাল শুক্রবার বেলা ৫ টার দিকে, ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে ১৫০ টির উপরে গাড়িবহর শেষ বড় গাংনী মোড়ে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের নেতা শাহ আলী কাজল| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী চেয়ারম্যান পদপ্রার্থী ইফতেখার রাসুল সিহাব| ।
তিনি বলেন, আমি এবার গাংনী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই, আপনাদের ভোটে আমি জয়যুক্ত হয়ে ইউনিয়ন পরিষদের সকল প্রকার সুযোগ সুবিধা, আপনারা আমার কাছ থেকে বুঝে পাবেন ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের নেতা হযরত আলী, আবু মুসা, টিপু খা, রানা হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, সোহাগ হোসেন, আমিরুল ইসলাম, পিনু হোসেন, বাবুল আক্তার, বাবু মিয়া, সুজন হোসেন, আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, পলাশ হোসেন, আক্তারুল ইসলাম, রফিকুল ইসলাম, সেলিম রেজা, রাজু আহমেদ, আমারত আলী, আলমগীর হোসেন, জমশেদ আলী, ছোট মাহমুদ, আকবর আলী, সোহাগ হোসেন, লিপু বিশ্বাস, টগর হোসেন, হাসিবুল ইসলাম, রিঙ্কু মিয়া, সাজু আহমেদ, শিহাব হোসেন, শান্ত হোসেন, হৃদয় হাসান, তৌফিক হাসান, মোতালেব হোসেন, রুবেল হোসেন, জিনারুল ইসলাম, নাসির উদ্দিন, জনি আহ্মেদ, আব্দুল মালেক, রিফাত হোসেন, রিজন হোসেন, শাহাবুদ্দিন, শামীম হোসেন, সাবদুল হক, সজিব হাসান, সানমুন আহমেদ, নয়ন আলী, আজকের আলী, জিহাদ হোসেন, খোকন মিয়া, কাসেদ আলী, মজনু হোসেন, চাঁদ আলী, লালটু হোসেন, লিমন হোসেন, জাহিরুল ইসলাম, সাফাউল হক, কাকন আলী প্রমুখ|
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা ইমাদুল ইসলাম।