আলমডাঙ্গার নান্দবারে দুই মাদক সেবনকারী আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২, ২০২০
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার নান্দবারে দুই মাদক সেবনকারী কে আটক করেছে স্থানীয়রা। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের ভাড়ুডাঙ্গার মাঠ থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ৫ তার দিকে।
নান্দবার গ্রামের আব্দুল হামিদের ছেলে উকিল আলী (২২) ও তার বন্ধু পার্শ্ববর্তী গাংনী গ্রামের ইদবার আলীর ছেলে মারুফ হোসেন (২১) দুজন মিলে একসাথে মাদক সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের যুবসমাজের ছেলেরা তাদের কে হাতেনাতে ধরে গ্রামের ভিতরে নিয়ে আসে।
, স্থানীয় মোড়ল মাতব্বরদের ভিত্তিতে আসমানখালী পুলিশ ক্যাম্পের আইসি আবদুর রহিমকে সংবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, সমাজ থেকে মাদক ও অন্যায় কাজের জিরো টলারেন্স করতে প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করতে চাই নান্দবার গ্রামের যুব সমাজের তরুণরা।