চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১, ২০২০
143
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। বুধবার বিকালে তাকে কুতুবপুর বাজার এলাকা থেকে আটক করে র্যাব।
আটক সুলতান হোসেন(৫৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফকির চাঁদের ছেলে।
জানা যায়, র্যাব-৬ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর বাজারে সুলতান আলির চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ক্যাশ বাক্সের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ওয়ান সুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি বাদী হয়ে এক জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।