আইলহাঁসে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনা সালিশে ৫০ হাজার টাকায় রফা

আলমডাঙ্গার আইলহাঁস গ্রামে নিজের কিশোরী মেয়ের সাথে এক যুবকের আপত্তিকর অবস্থায় দেখে আটক করার ঘটনায় সালিশে ৫০ হাজার টাকায় মীমাংসা করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, আইলহাঁস গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর সাথে প্রতিবেশি সাইফুল ইসলামের ছেলে আজান নূরের (২৭) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গ্রামসূত্রে জানা যায়, প্রেমিক-প্রেমিকা পরষ্পর ফুফু-ভাস্তে। প্রেমের এক পর্যায়ে তাদের ভেতর শারীরিক সম্পর্ক গড়ে উঠে। গত ২৭ সেপ্টেম্বর দিনগত গভীর রাতে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হলে প্রেমিকার বাপ তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।
পরে এই নিয়ে গত ২৮ সেপ্টেম্বরইউনিয়ন আওয়ামীলীগের এক শীর্ষ নেতার নেতৃত্বে সালিশ বৈঠক বসে। সালিশে প্রেমিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হিসেব দেখানো হয় যে, মেয়ের বাপকে ৩ হাজার টাকা দেওয়া হবে। বাকী ২০ হাজার টাকা ঘোলদাঁড়ি ফাঁড়ি পুলিশ ও সাংবাদিকদের দেওয়া হবে। সালিশেই প্রেমিকপক্ষ সালিশকারি নেতার হাতে ৫০ হাজার টাকা প্রদান করেছেন বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন।