আলমডাঙ্গার বড়বোয়ালিয়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ আলমডাঙ্গা ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগে বড়বোয়ালিয়া গ্রামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বড়বোয়ালিয়া ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাজিবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ই্উনিয়ন পরিষদ নির্বাচনে ভাংবাড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি ও মরহুম আশাবুল হক ঠান্ডুর জৈষ্ঠ্য পুত্র নাহিদ হাসনাত সোহাগ।
নাহিদ সরোয়ার সোহানে উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা খোশদেল আলম, মুক্তিযোদ্ধা শোয়েব উদ্দিন, আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, আসমান হাকিম, কালু মন্ডল, বজলুর রশিদ মিন্টু, আব্দুর রহমান, আনিসুর রহমান, টুকু মিয়ুা, কলিন্স সহ ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।