মুজিবনগরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

মুজিবনগর প্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী পালন করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত সভায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু বিশ্বাস।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, গোলাম মোস্তফা, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সোনাল উদ্দীন,
উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালউদ্দীন, সাধারন সম্পাদক শেখ সাকিব, ইউপি সদস্য নুরুল ইসলাম, জাহিদ হাসান রাজিব,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।