প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশু পরিবার ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন মেহেরপুর যুবলীগ

মেহেরপুর অফিস \ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর শিশু পরিবার ও মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
সোমবার দুপুরে শিশু পরিবার ও শিশুবাগান পাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হাসাদুজ্জামান হিলন, জেলা যুবলীগের সদস্য মাহবুব হাসান ডালিম, মেজবাহউদ্দিন, সাজাদুর রহমান সাজু, শেখ সারাফাত, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, সাইদুর রহমান উজ্জল, শিশু পরিবারে তত্ত্বাবধায়ক সাঈদ হোসেন,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ৩ শতাধিক শিশু পরিবারের শিশুদের ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন পৌর মেয়র মাহফুজ রহমান রিটন।