প্রধানমন্ত্রী জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর আওয়ামী লীগের আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি \ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলের দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, দপ্তর সম্পাদক মোকলেছুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসির পলি,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।