আলমডাঙ্গার মহেশপুরে নদী ভাঙন ও সড়ক পরিদর্শন: নির্বাহি অফিসার মোঃ লিটন আলী

লাভলু খান/সোহেল হুদা: আলমডাঙ্গার মহেশপুরে নদী ভাঙ্গন ও সড়ক পরিদর্শন, জানা গেছে আলমডাঙ্গা উপজেলা ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের দক্ষিণ পাড়ায় মাথাভাঙ্গা নদী ভাঙ্গন ও উত্তর পাড়ায় খায়রুল ইসলামের মিল হতে বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত ১৩ শত মিটার অবহেলিত রাস্তা পরিদর্শন করেছে|
সোমবার বেলা ৩ কার দিকে,আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মোঃ লিটন আলী| গ্রামবাসীর উদ্দেশ্যে এ সময়ে তিনি বলেন যত দ্রুত সম্ভব এবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে বরাদ্দ দিয়ে এই কাঁচা রাস্তাটি পিছ করন করা হবে, যাতে এলাকার মানুষ আর কোন ভোগান্তি না পোহাতে হয়।
নদী ভাঙ্গনের ফটো তোলা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডে এটি দ্রুত সময়ে প্রেরণ করে নদী ভাঙ্গন সংস্কার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, ইউপি সদস্য সুমন মন্ডল, সাবেক সদস্য ও মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেন, মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, নাহিদ হাসনাত সোহাগ, আশিক আহমেদ কলিন্স, জাহিদুল ইসলাম, সুলতান হোসেন প্রমুখ।