আলমডাঙ্গায় দুধবিক্রেতাকে মারধর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৭, ২০২০
165
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গার বেলগাছি-ডামোশ মাঠে সন্ধ্যায় দুধবিক্রেতাকে মারধর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার ৩ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ডামোশ গ্রামের দুধবিক্রেতা শফিকুল ইসলাম গতকাল দুধ বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। বেলগাছি-ডামোশ মাঠের ভেতর পৌঁছলে ফরিদপুর গ্রামের পলাশ, ডামোশ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিনারুল ও বেলগাছি গ্রামের লুতফর সর্দ্দারের ছেলে আয়নাল তাকে ধরে বেদম পিটিয়েছে।
সে সময় তারা দুধবিক্রেতার কাছে থাকা ৫ হাজার টাকাও কেড়ে নিয়েছে।