মেহেরপুরে কৃষকদের মাঝে মাসকলাই প্রণোদনে বীজ ও সার বিতরণ
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাসকলাই প্রণোদনায় ১৫০ জন কৃষকের মাঝে মাসকলাই (মাস ডাল) বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে সদর উপজেলা কৃষি মিলনায়তনে বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীনের সভাপতিত্বে বক্তৃতা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম প্রমুখ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন জানান, ২০২০-২০২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ১৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়। প্রতিজন কৃষক ওই পরিমান বীজ ও সার দিয়ে এক বিঘা জমি আবাদ করবেন। এসময় উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কৃষকেরা উপস্থিত ছিলেন।