মেহেরপুরে জুয়েলারি দোকানে স্বর্ণালংকার চুরি
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর শহরের বড়বাজারের সানন্দা জুয়েলার্স দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকাসহ ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের। শুক্রবার রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল এ ঘটিয়েছে।
দোকান মালিক শ্রী নির্মল কুমার হালদার জানান, শুক্রবার রাতের কোন এক সময় দোকানের পেছনের দেয়াল ভেঙে চোরের দল দোকানে প্রবেশ করে। তারপর দোকানের সিন্দুক ভেঙে নগদ টাকা, সোনা, রুপাসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তিনি জানান, শনিবার সকালে দোকান খুলে দেখি দোকানে কোন মালামাল নেই। সব চুরি হয়ে গেছে।
খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সদর থানার ওসি শাহ দারা খানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। যে কোন মূল্যে তাদের গ্রেফতার করে চুরি যাওয়া মালামাল উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হবে।