মেহেরপুরে গোভিপুর প্রবাসী কল্যাণ সংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

মেহেরপুর প্রতিনিধি । মেহেরপুর সদর উপজেলার গোভিপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় গরিবদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলা গোভীপুর স্কুল প্রাঙ্গনে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, মসজিদ কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রমুখ।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম, সোহেল রানা, আশরাফুল ইসলাম, শিলন, তুষার ,জুবায়ের, বাবু, আলমাস সহ অনেকে। পরে সেখানে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান শেষে ঔষধ বিতরণ করা হয়। গোভীপুর প্রবাসী কল্যান সংস্থার প্রধান ভুমিকাতে রয়েছে মওদুদ আহমেদ (আমেরিকা), মাহবুল আলম( মালয়েশিয়া)সহ নাম দিতে অনিচ্ছুক গোভীপুর গ্রামের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী ছেলেরা এই অসামান্য ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করেন। এছাড়াও এই সংস্থাটি গ্রামের বিভিন্ন অসহায় দরিদ্রদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ সহ নানাা কর্মসূচি গ্রহণ করে।