আলমডাঙ্গায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ভার্সুয়াল এ্যাপের সাাহায্যে আলোচনা সভা
চলমান বৈশি্বক ভাইরাস কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে আলমডাঙ্গায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ভার্সুয়াল এ্যাপের সাাহায্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে কোভিড-১৯ সঙ্কট স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল ও শিক্ষাবিদদের ভূমিকা বিষয় এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে একযোগে জুম ক্লাউড এ্যাপসের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকেই ভিডিও কলে সংযুক্ত হন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আইসহাস ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা প.প. কর্মকর্তা হাসানুজ্জামান খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম সরোয়ার মিঠু, উপজেলা গণস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,
প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলমডাঙ্গা পাইলট সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রশিদ, শামিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্ত্ ামাখছুরা জান্নাতসহ আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।