মাদকব্যবসায়ির বাড়িতে গাঁজার চাষ
প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ৮, ২০২০
199
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ি জানিক আলী নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে আসছিলেন। এ নিয়ে প্রতিবেশিদের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। প্রতিবেশিদের নিষেধ সত্বেও তিনি গাঁজার গাছ চাষ অব্যাহত রাখেন।
এরই মধ্যে ঘটনাটি পুলিশের কান অব্দি পৌঁছে যায়।
৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বড় বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির আইসি এস আই বজলুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজাচাষি মাদকব্যবসায়ির বাড়ি অভিযান চালিয়ে ৩টি বড় গাঁজা গাছ কেটে আনেন। অভিযানকালে অভিযুক্ত মাদকব্যবসায়ি জনিক আলী বাড়িতে উপস্থিত ছিলেন না।