১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ৫, ২০২০
127
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি ॥ “মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান, শেখ হাসিনার নির্দেশ, লাগাবো বৃক্ষ গড়বো দেশ- এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল বাসেত অভিক, মোহাম্মদ সান, উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক হৃদয় খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমানুর হোসেন সোহেল, সাজাদুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ, জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল মোস্তাসিন মিরাজ, প্রচার সম্পাদক আল জাবের শান্ত, কলেজ ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক ফাহিম, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ, সদস্য শাকিল, জুবায়ের, তরুণ, তপুসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে মাসবাপী বৃক্ষরোপন কর্মসূচীতে ৭ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে এবং চলমান রয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram