আলমডাঙ্গার প্রবীণ চিকিৎসক গোলাম মোস্তফার সদ্য প্রয়াত স্ত্রীর জন্য দোয়া মাহফিল
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৪, ২০২০
149
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গার প্রবীণ চিকিৎসক গোলাম মোস্তফার সদ্য প্রয়াত স্ত্রী সেলিনা আক্তারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মরহুমার কলেজপাড়াস্থ বাসস্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় পরিজন ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবুল বাশার।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় আলমডাঙ্গা কলেজপাড়াস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও পক্ষাঘাতে ভূগছিলেন।
বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক ডিরেক্টর ও আলমডাঙ্গার প্রবীণ সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রীর মৃত্যুতে আলমডাঙ্গার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন।