মহেশপুরে বস্তাবন্দি অবস্থায় দেশীয় তৈরী ২টি পুরাতন পাইপগান উদ্ধার
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২০
154
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর থেকে ২টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার নওদাগ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরী পাইপগান ২টি উদ্ধার করা হয়।
মহেশপুর থানার এএসআই সজল মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে নওদাগ্রামের পাকা রাস্তার ধারে অভিযান চালায়। এসময় বস্তাবন্দি অবস্থায় দেশীয় তৈরী ২টি দীর্ঘদিনের পুরাতন পাইপগান উদ্ধার করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওদাগ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ২টি পাইপগান উদ্ধার করা হয়েছে। দেশীয় তৈরী পাইপগান ২টি দীর্ঘদিনের পুরাতন বলে তিনি জানান। তবে কে বা কারা রাস্তার ধারে কি উদ্দেশ্যে পাইপগান ২টি লুকিয়ে রেখেছিলো তা খতিয়ে দেখা হবে।