৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি হামলা

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জানুয়ারি ৮, ২০২৬
102
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি হামলা
ছবি : কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি হামলা

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে পূর্বশত্রুতার জেরে মো. সোহেল রানা (৪৫) নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত সোহেল রানা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে ওই এলাকায় এক ব্যক্তি সোহেল রানার ওপর চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন ও পথচারীরা হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram