৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার কায়েতপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জানুয়ারি ৮, ২০২৬
168
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
আলমডাঙ্গার কায়েতপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি : আলমডাঙ্গার কায়েতপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া মাঠে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মাঠে কাজ করতে যাওয়ার সময় কয়েকজন কৃষক প্রথমে মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবরটি জানাজানি হলে এলাকায় ভিড় জমে। পরে খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স আনুমানিক (উল্লিখিত নয়) বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের শরীরে প্রাথমিক কোনো আঘাতের চিহ্ন আছে কি না, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে ফসলি মাঠে হঠাৎ মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটন ও মরদেহের পরিচয় শনাক্তের দাবি জানিয়েছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ও ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram