৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সদরে পুলিশের অভিযানে পলাতক ও ১৫১ ধারাসহ ৩ আসামি গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৭, ২০২৬
108
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার পলাতক ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারাসহ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে  ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে অফিসার ও সঙ্গীয় ফোর্স তিনজন আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আজ্জুল, পিতা মোঃ ওয়াজদে আলী, সাং ঘুড্ডরে ডাঙ্গী, থানা সাতক্ষীরা সদর, হীরক মন্ডল (১৯), পিতা অরুন মন্ডল, সাং নাটানা, থানা আশাশুনি, বর্তমানে পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার মোঃ রেজাউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া;
এবং মোঃ ইসমাইল হোসেন বাবু, পিতা আব্দুল মজিদ, সাং কুখরালী, থানা সাতক্ষীরা সদর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন মামলার পলাতক এবং অপররা ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার হন।

গ্রেফতার তিন আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram