সাতক্ষীরা সদরে মামলার পলাতক আসামিসহ ইয়াবা ও অস্ত্রসদৃশ সামগ্রী উদ্ধার

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে একটি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অস্ত্রসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে গত ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অফিসার ও সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সহায়তায় শেখ আবিদ হাসান (৪৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি শেখ মাহামুদ হাসানের ছেলে এবং সুলতানপুর এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি খেলনা পিস্তল, ২টি এয়ারগান এবং ৫২টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











