৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পৌরসভার সমস্যা ও সমাধান নিয়ে টিএলসিসি কমিটির ত্রৈমাসিক সভা

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জানুয়ারি ৭, ২০২৬
103
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
পৌরসভার সমস্যা ও সমাধান নিয়ে টিএলসিসি কমিটির ত্রৈমাসিক সভা
ছবি : পৌরসভার সমস্যা ও সমাধান নিয়ে টিএলসিসি কমিটির ত্রৈমাসিক সভা

চুয়াডাঙ্গা পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প ও নাগরিক সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায় কমিটির সদস্যরা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ডাম্পিং স্টেশন চালু, নিয়মিত ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম জোরদার করার প্রস্তাব দেন। এ ছাড়া মাথাভাঙ্গা নদী দূষণ রোধ ও শহীদ আবুল হোসেন স্মৃতি পাঠাগার দ্রুত চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পৌর বাস টার্মিনালসহ শহরের সড়কবাতি সচল রাখা এবং পানির লাইনে ময়লা রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেন অংশগ্রহণকারীরা।

সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘সব দায় আপনারা আমাকেই দিয়েন, ব্যর্থতা শুধু আমার। আমি একসঙ্গে কয়েকটি দায়িত্ব সামলেও চুয়াডাঙ্গা পৌরসভায় সর্বোচ্চ সময় ও আন্তরিকতা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা কার্যক্রম পরিচালনা করছি।’

পৌরবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘উন্নয়নে সকলে মিলে কাজ করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই আবুল হোসেন স্মৃতি পাঠাগার বিষয়ে আমরা বসব এবং দ্রুতই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।’

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram