৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জানুয়ারি ৭, ২০২৬
109
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার
ছবি : নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুরে নিখোঁজের তিন দিন পর টগরী খাতুন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর পৌরসভার কেশবপাড়া এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত টগরী খাতুন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী। তাঁর দুটি ছেলেসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কেশবপাড়া এলাকায় ব্যবসায়ী নোমানের একটি পরিত্যক্ত জমিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সেন্টু মিয়া সেখানে গিয়ে মরদেহটি তাঁর স্ত্রীর বলে শনাক্ত করেন।

নিহতের স্বামী সেন্টু মিয়ার অভিযোগ, তিন দিন আগে তাঁর স্ত্রী বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে বের হয়েছিলেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেন্টু মিয়ার দাবি, এ বিষয়ে তিনি মেহেরপুর সদর থানায় একাধিকবার যোগাযোগ করলেও পুলিশের পক্ষ থেকে আশানুরূপ সহযোগিতা পাননি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram