দেশে সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

নওগাঁর বদলগাছীতে আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় পর্যবেক্ষণাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে। তবে আগামী দুই দিন কুয়াশা কিছুটা কমে সূর্যের দেখা মেলার সম্ভাবনা রয়েছে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকাল ছয়টায় সেখানে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বর্তমানে জেলাটিতে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা তিন সপ্তাহ ধরে এমন বৈরী আবহাওয়ায় ওই অঞ্চলের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সারা দেশে শীতের প্রকোপ বাড়লেও আকাশ পরিষ্কার হয়ে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। এতে দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কম হতে পারে।











