বিড়াল বাঁচাতে গিয়ে আলমডাঙ্গা- হাটবোয়ালিয়া সড়কের যাদবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নাজমুল হুদা নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর ব্রিজ এলাকায় বিড়াল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হুদা (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ০৬জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হুদা আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আয়নাল হকের ছোট ছেলে। তিনি দীর্ঘ দিন মালয়েশিয়ায় ছিলেন । তিন বছর আগে টেলিফোনে একই গ্রামের মৃত রশিদ মন্ডলের ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মিলির সাথে বিয়ে হয়।
বিয়ের তিন মাস পর নাজমুল দেশে এসে স্ত্রী মিলিকে নিয়ে মালয়েশিয়ায় যায়। গত বছরের জানুয়ারি মাসে নাজমুল - মিলি দেশে চলে আসেন। দুই মাস আগে গত অক্টোবরে তাদের ঘর আলো করে এক ফুটফুটে কন্যার জন্ম হয়েছে। নাজমুল হারদী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।এলাকায় তিনি পরোপকারী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল হুদা মটরসাইকেলের একটি পার্টস কেনার উদ্দেশ্য মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে আলমডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চরযাদবপুর খালব্রিজ নামক স্থানে পৌঁছালে হঠাৎ একটি বিড়াল দৌড়ে রাস্তার মাঝখানে চলে আসে। বিড়ালটিকে বাঁচাতে নাজমুল দ্রুত মোটরসাইকেলের ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী হাসপাতাল) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা জানান, নাজমুলের মাত্র দুই মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। বাবার আদর পাওয়ার আগেই শিশুটি পিতৃহারা হওয়ায় পরিবার ও প্রতিবেশীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল মাথাভাঙ্গাকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এটি নিছক একটি দুর্ঘটনা। তাই পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যায়।
হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এসআই মিজান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।
গতকাল মঙ্গলবার আসর নামাজের পর হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজা শেষে কেশবপুর কবরস্থানে মরহুম নাজমুল হুদার দাফন সম্পন্ন করা হয়।











