৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বালুবাহী ট্রাক–আলমসাধু সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত : আলমসাধু চালক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৬, ২০২৬
144
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পূর্ব কমলাপুর মাধবীতলা এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আলমসাধুর চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলি । তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। আহত আলমসাধু চালক জহুরুল হক। একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে মাছ বোঝাই একটি আলমসাধু চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে আলমডাঙ্গার মাধবীতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুতে থাকা মোহাম্মদ আলি ঘটনাস্থলেই মারা যান এবং চালক জহুরুল হক গুরুতর আহত হন।

আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram