আলমডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নতিডাঙ্গা গ্রামের তীব্র আলী গ্রেফতার

আলমডাঙ্গার বড়গাংনী তদন্ত কেন্দ্রে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নতিডাঙ্গা গ্রামের তীব্র আলী গ্রেফতার করেছে। ৫ জানুয়ারি সোমবার দিনগত রাতে নতিডাঙ্গা গ্রামের মৃত ট্যাংগর আলীর ঘরের পিছন থেকে তাকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার নতিডাঙ্গা গ্রামের ইংলাশ আলী ওরফে ইকলাসের ছেলে তীব্র আলী(২৪) দীর্ঘদিন ধরে নতিডাঙ্গা আবাসনসহ আশপাশ এলাকায় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল বিক্রয় করে। সে এলাকার বাইরে থেকে ট্যাপেন্টাডল ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে।
সোমবার গাংনী তদন্ত কেন্দ্রের এসআই পবিত্র মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নতিডাঙ্গা গ্রামের মৃত ট্যাংগর আলীর বাড়ির পিছন থেকে ট্যাপেন্টাডল বিক্রয়কালে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তীব্রকে আদালতে সোপর্দ করা হয়েছে।












