আলমডাঙ্গার পাঁচলিয়া বাজারে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

আলমডাঙ্গার জামজামি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচলিয়া বাজার এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৪ জানুয়ারি রবিবার দিনগত রাতে জামজামি ইউনিয়নের পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার জামজামি ইউনিয়নের পুরাতন পাঁচলিয়া গ্রামের জহুরুল হকের ছেলে আশাদুল হক(৪০) একই গ্রামের আমির আলীর ছেলে মিল্টন আলী(৩২) ও তুহিন মন্ডল(২৫)দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল সেবন ও বিক্রয় করে আসছে।
তারা বিভিন্ন জায়গা থেকে ট্যাপেন্টাডল ক্রয় করে নিয়ে এসে এলাকার বিক্রয় করে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামজামি ক্যাম্পের এসআই সঞ্জিত সাহা পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে মাদকসহ গ্রেফতার করে।
তাদের নিকট থেকে উদ্ধার করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।












