আলমডাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে ৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে পুরাতন বাসস্টান্ডের মেসার্স হক এন্টাপ্রাইজে ও হলুদ পট্টির দিহান-সোহান স্টোরে এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মেসার্স হক এন্টারপ্রাইজ এবং হলুদ পট্টির দিহান- সোহান স্টোরসহ আলমডাঙ্গা শহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়, মুল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের সঠিক তথ্য না রাখায় এ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মেসার্স হক এন্টারপ্রাইজের ম্যানেজার মিজানুর রহমানকে ৪ হাজার টাকা ও দিহান- সোহান স্টোরের মালিক আরিফুæল ইসলামকে সতর্কতা মুলক ১ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং সরকার নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।
এসময় উপজেলা ভ‚মি অফিসের নাজির সাজেদুর রহমান ও আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।












