৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা এভাবে চলতে থাকলে হতে পারে বড় বিপদ

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জানুয়ারি ৬, ২০২৬
373
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
আলমডাঙ্গা চারতলা মোড়
ছবি : আলমডাঙ্গা চারতলা মোড়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার অত্যন্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ‘চারতলার মোড়’। প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত এই পথে থাকলেও বর্তমানে এটি জনদুর্ভোগের এক অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ হওয়ায় এখানে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলকে চরমভাবে ব্যাহত করছে। বিশেষ করে উৎসবের মৌসুমে, যেমন ঈদের সময়, এই মোড় দিয়ে হেঁটে যাওয়াও দায় হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, আলমডাঙ্গা শহরের হাইরোডের এই সংযোগস্থলে অপরিকল্পিত দোকানপাট এবং অতিরিক্ত যানবাহনের চাপে পথচারীদের দম বন্ধ হওয়ার দশা হয়। বুধবারে পৌর গরুর হাট থাকলে তো আর কোনো কথায় নাই, স্বর্ণপট্টি রোডসহ চারতলার মোড় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে। চারতলার মোড়ের এই সংকীর্ণতা শুধু যানজটই বাড়াচ্ছে না, বরং এটি পুরো পৌর এলাকার বাণিজ্যিক ও সামাজিক গতিশীলতাকে কমিয়ে দিচ্ছে।

ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, পৌর কর্তৃপক্ষ যদি দ্রুত এই মোড় প্রশস্তকরণ বা ট্রাফিক জ্যাম কমাতে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে এটি একটি স্থায়ী সংকটে রূপ নেবে। বিশেষ করে জরুরি কোনো রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি এই জটলার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে।

শহরবাসীর মতে, আধুনিক ও সচল একটি পৌরসভা গড়ে তুলতে চারতলার মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানকে প্রশস্ত করা এখন সময়ের দাবি। দ্রুত কোনো টেকসই সমাধান না আসলে পৌর এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও নিম্নমুখী হবে এবং স্থানীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram