৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালক আহত

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জানুয়ারি ৩, ২০২৬
80
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই তরুণের নাম হুসাইন (১৯)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় ওবায়দুর রহমান (২৯) নামের এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে বালু আনতে একটি খালি ট্রাক কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাচ্ছিল। ট্রাকটি মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী হুসাইন মারা যান। এ সময় ট্রাকচালক ওবায়দুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram