৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় রেললাইনের ওপর বাজার: অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জানুয়ারি ৩, ২০২৬
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

কুষ্টিয়ায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস। তবে এ ঘটনার কারণে ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে প্রায় এক ঘণ্টা বিলম্বে ছেড়েছে। স্থানীয়দের অভিযোগ, রেললাইনের ওপর অবৈধভাবে মাছের বাজার বসানোর ফলে সৃষ্ট বর্জ্য ও পানিতে লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এই ভাঙনের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাত ভাঙা দেখে তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইন মেরামত করেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে পৌঁছালে মেরামতের কাজের জন্য সেটিকে আটকে রাখা হয়। মেরামত শেষে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, শুক্রবার ভোররাতের কোনো এক সময় লাইনের পাতটি ভেঙে গিয়েছিল। ভাঙার পর ওই লাইন দিয়ে কোনো ট্রেন না যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে রেললাইনের ওপর নিয়মিত বাজার বসার কারণে দীর্ঘ মেয়াদে পাতগুলো দুর্বল হয়ে পড়ছে বলে জানান তারা।

কুষ্টিয়া অঞ্চলের উপসহকারী প্রকৌশলী জিহাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রেললাইনের ওপর মাছের বাজার বসছে। মাছের বর্জ্য ও পানি রেলপাতে জমে জং ধরে যাওয়ায় ওই স্থানটি দুর্বল হয়ে গিয়েছিল। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সাময়িক মেরামত করা হয়েছে। তবে এ ধরনের ভাঙন থেকে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি অসাধু চক্র, বাজারের ইজারাদার ও রেলের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে রেললাইনের ওপর এই অবৈধ বাজার পরিচালিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনের ওপর বেচাকেনা চললেও তা উচ্ছেদে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের মাস্টার ইতিয়ারা খাতুন জানান, রেললাইনের ওপর ঝুঁকিপূর্ণ বাজার উচ্ছেদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram