৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী রুবেল হোসেন গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২, ২০২৬
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী রুবেল হোসেনকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে উদ্ধার করেছে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবেল ও মাদক বিক্রয়ের নগদ প্রায় ৪২ হাজার টাকা। ৩১ ডিসেম্বর বুধবার দিনগত রাতে রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদক বিক্রয়ের নগদ টাকা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।


জানাগেছে, আলমডাঙ্গা রেল ষ্টেশনপাড়ার মাদক ব্যবসায়ী পরিবারে জন্ম হয় রুবেল হোসেনের। তার পিতা রেজাউল ইসলাম ও মা মুন্নি খাতুন ছিলেন মাদক ব্যবসায়ী। রুবেলের মা মুন্নির নামেও রয়েছে ১০টি মামলা। ছোট থেকে মাদকের মধ্যেই বড় হয়ে উঠে রুবেল। বাবা-মায়ের দেখে সে নিজেও ছোট থেকে শুরু করে মাদক ব্যবসা।

ইতি মধ্যেই তার নামের শেষে আলমডাঙ্গা থানায় মাদক ও চুরিসহ ১০টি মামলা। আলমডাঙ্গা থানা পুলিশ মাদকসহ বেশ কয়েকবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে বাড়ি এসে আবারও শুরু করে মাদক ব্যবসা না হয় চুরি। বৃহস্পতিবার রাতে আলম আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে রুবেল হোসেনকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে মাদক বিক্রয় করা নগদ প্রায় ৪২ হাজার টাকা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রুবেল হোসেনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram