৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলমডাঙ্গায় কোরআন খতম ও দোয়া

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২, ২০২৬
70
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলমডাঙ্গায় কোরআন খতম, স্মৃতিচারণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ মাগরিব আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয় প্রায় ২০ জন কোরআনে হাফেজের অংশগ্রহণে কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


কোরআন তেলাওয়াতকারী হাফেজ মাওলানা মো. সাইফী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা কোরআন খতম করেছি এবং আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করেছি।


আলোচনা সভায় শোক প্রকাশ করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমরা কোরআনে হাফেজদের নিয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। তিনি আরও বলেন, কেন্দ্র ঘোষিত ৭ দিনের শোক ও দোয়া কর্মসূচি আলমডাঙ্গায় যথাযথভাবে পালন করা হবে।


উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মোতালেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. আলাউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, বিএনপি নেতা মহি উদ্দিন, আবুল বাশার মল্লিক, আবু মুসা মিয়া, ইউনুস আলী, হুমায়ন আহমেদ, জাহাঙ্গীর কবীর মুকুল, মহাবুল মেম্বার, সিতাব মন্ডল, শওকত খান, হাসানুজ্জামান, চিনির উদ্দিন, শরিফুল ইসলাম, বজলু মেম্বার, বজলু মন্ডল, গোলজার হোসেন, আব্দুল মাবুদ, মুক্তার আলী, শাহাজান, জাফফার আলী মনা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান, যুবদল নেতা শফিকুল আজম ডালিম, হাসান, জামির, সাদ্দাম খান, মিশকাত, ছাত্রদলের জীবন, বাধন প্রমুখ।

পরে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: গোলাম মোর্শেদ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram