৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কু‌ষি জ‌মির মা‌টি দি‌য়ে ইট তৈ‌রি করায় ৩০ হাজার টাকা জরিমানা : নির্বাচনী আচরণবিধি মানতে মোবাইল কোর্ট অভিযান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১, ২০২৬
92
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গার জামজামি যমুনার মাঠের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে ইট তৈরির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি যমুনার মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম ‘যমুনা ব্রিক্স’ নামে একটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই আশপাশের কৃষিজমির উর্বর মাটি কেটে এনে ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।


অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে ইট তৈরির দায়ে ইটভাটার মালিক শহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে ইট তৈরির মাধ্যমে জমির উর্বরতা নষ্ট করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কার্যকলাপ পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাÐের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আইন অমান্য করে কেউ যদি কৃষিজমি ধ্বংস করে ইটভাটা পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


একদিকে আলমডাঙ্গা শহরের প্রবেশ মুখে হাউসপুর ব্রিজের উপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram