৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য বিকৃত করে প্রচারের প্রতিবাদে আলমডাঙ্গায় বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৯, ২০২৫
92
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিকৃত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব ও অনলাইন নিউজ পোর্টালে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। ২৯ ডিসেম্বর সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।


লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর ফেসবুক, ইউটিউব চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালে তার একটি বক্তব্যের আংশিক অংশ কেটে এডিট করে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক হীনস্বার্থ হাসিলের জন্য মিথ্যা ও বানোয়াটভাবে প্রচার করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


তিনি আরও জানান, ওইদিন ডাউকী ইউনিয়নের হাউসপুর মোড়ে বিএনপির একটি ছোট কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের ভেতরের আরেকটি গ্রæপের কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মূলত তাদের উদ্দেশ্যেই তার বক্তব্য ছিল। তিনি বলেন, “একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে।

কিন্তু কেন্দ্রীয় বিএনপি মোঃ শরীফুজ্জামান শরীফের রাজনৈতিক কর্মকাÐে আস্থা রেখে তাকে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীক দিয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে কাজ করলে ইনশাল্লাহ তিনি এমপি নির্বাচিত হবেন।”
কিন্তু ওই বক্তব্যের অংশবিশেষ কেটে ভিন্ন অর্থে উপস্থাপন করে একটি বিশেষ রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


লিখিত বক্তব্যে আরও বলা হয়, একটি বিশেষ রাজনৈতিক দল বিভিন্ন সময় নানা দাবি তুলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। বিএনপি সবসময় গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে। গত ১৭ বছর ধরে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, হামলা ও মামলার শিকার হয়েছেন। তবুও বিএনপির আন্দোলন থেমে থাকেনি।


তিনি বলেন, দেশের ইতিহাস সাক্ষ্য দেয় যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখনই জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনেছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি বিশেষ রাজনৈতিক দল এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে।


সংবাদ সম্মেলন থেকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং ভবিষ্যতে এমন মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রæয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের জনগণ অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ শরীফুজ্জামান শরীফকে এমপি নির্বাচিত করবেন, ইনশাল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিলন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, যুবদল নেতা সোয়েব আলী, শরিফুল ইসলাম শরিফ, বাপ্পি, লিলি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময় প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram